Saturday, March 15, 2025
Homeরাজনীতিসরকার এখন বালু খাওয়া শুরু করেছে : মির্জা ফখরুল

সরকার এখন বালু খাওয়া শুরু করেছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে বলেন, এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। চলমান এক দফা দাবি আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তার জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা রোববার (২৪ সেপ্টেম্বর) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।

টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর