Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের এফ-৩৫ ফাইটার জেট নিখোঁজ; খুঁজতে জনসাধারণের সাহায্য চাইল মার্কিন সেনারা  

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ফাইটার জেট নিখোঁজ; খুঁজতে জনসাধারণের সাহায্য চাইল মার্কিন সেনারা  

গতকাল (রবিবার) এফ-৩৫বি মডেলের একটি মার্কিন ফাইটার জেট নিখোঁজ হয়েছে। বিমানটিকে খুঁজে পেতে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জনসাধারণের কাছে সাহায্য চাওয়া হয়েছে। 

১০০ মিলিয়ন ডলার মূল্যের বিমানটি পাইলটসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এক পর্যায়ে গোলযোগ দেখা দিলে পাইলট বিমান থেকে বের হয়ে প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন।

যদিও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে হাসপাতালে আশংকামুক্ত অবস্থায় ভর্তি রয়েছেন।

প্রাথমিকভাবে জানা যায়, বিমানটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তবে এই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। 

এনবিসি নিউজকে জয়েন্ট বেইজ চার্লসটনের এক মুখপাত্র জানান, অবতরণের পূর্বে অবশ্য পাইলট বিমানটিকে ‘অটোপাইলট মোড’ এ রেখে এসেছিলেন। তাই এটি কিছু সময়ের জন্য আকাশে নিজ থেকেই উড়তে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চার্লসটন শহরের উত্তরে লেক মল্ট্রি এবং লেক মেরিয়নের আশেপাশে বিমানটির খোঁজ করা হচ্ছে। কেননা এই অঞ্চলেই বিমানটির শেষ গতিবিধি শনাক্ত করা গিয়েছিল।

সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসউইমেন ন্যান্সি মেস ঘটনাটির তীব্র সমালোচনা করেছেন। তিনি এক্স (প্রাক্তন টুইটার) এ বলেন, “একটি এফ-৩৫ মডেলের বিমান কীভাবে এভাবে হারিয়ে যায়? কীভাবে সেখানে একটি ট্র্যাকিং ডিভাইসও নেই? এখন আমরা সাধারণ মানুষকে আসলে কী বলছি? বিমানটি খুঁজে বের করতে এবং সেটিকে  চালু করতে?”

বিমানটি বেশ অত্যাধুনিক প্রযুক্তির। তাই এটির এয়ারফ্রেম, সেন্সর এবং সিস্টেম এমনভাবে তৈরি যে সেটি শত্রুপক্ষের রাডারে ধরা পরবেনা।

জয়েন্ট বেইজ চার্লসটনের পক্ষ থেকে মূলত এক্স-এ বিমানটি খুঁজতে জনসাধারণের কাছে সাহায্য চেয়েছে মার্কিন সেনারা। 

পোস্টে বলা হয়, “ইমারজেন্সি রেসপন্স টিম এখনো এফ-৩৫ বিমানটি খুঁজে বের করার চেষ্টা করছে। এমতবস্থায় জনসাধারণকে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হলো। কেউ যদি এ সম্পর্কিত কোনো তথ্য পেয়ে থাকেন তবে রিকভারি টিমের অপারেশন সেন্টারের সাথে যোগাযোগের জন্য বলা হলো।

অন্যদিকে মার্কিন মেরিন কর্পসের পক্ষ থেকে বিবিসির কাছে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে খুব বেশি তথ্য নেই। তারা ক্রমাগত নতুন তথ্য সংগ্রহের চেষ্টা করছে। একইসাথে দুর্ঘটনার বিষয়ে তদন্ত হবে বলেও জানানো হয়েছে।

মূলত দুটি এফ-৩৫ বিমান একসাথে আকাশে উড়ছিল। এর মধ্যে একটি নিখোঁজ হলেও আরেকটি নিরাপদে ঘাঁটিতে অবতরণ করেছে। মার্কিন সামরিক মুখপাত্র মেজর মেলানি সেলিনাস এপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর