Saturday, March 15, 2025
Homeবিনোদনঢাকায় মঞ্চ মাতালেন ভারতীয় সংগীতশিল্পী দার্শান রাভাল

ঢাকায় মঞ্চ মাতালেন ভারতীয় সংগীতশিল্পী দার্শান রাভাল

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতীয় গায়ক, সুরকার ও গীতিকার দার্শান রাভাল। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গতকাল (বৃহস্পতিবার) গান পরিবেশন করেন তিনি। ‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক ছিল টোয়েন্টি টু ইভেন্টস।

বুধবার (১৩ সেপ্টেম্বর) কনসার্টে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছান দার্শান। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক।

আয়োজকরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হয় বেলা ৩টায়। ছিল পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল বলে জানান আয়োজকরা।

২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দার্শান রাভাল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তার।

এ শিল্পী গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম কুঁড়িয়েছে। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দার্শানের দারুণ জনপ্রিয়তা।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর