Saturday, March 15, 2025
Homeরাজনীতিটাকা দিয়ে সমাবেশে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম

টাকা দিয়ে সমাবেশে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না।

বুধবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, ‘কিছু নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে এসে চেহারাটা দেখিয়ে, সমাবেশ শুরুর আগেই চলে যান। নিজের পছন্দের নেতা যে আছে, তার ছবি দিয়ে ব্যানার করেন তারা। সমাবেশে আসার পর বারবার ব্যানার নামাতে বলা হলেও নামান না, এটা দৃষ্টিকটু।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডে কমিটি নেই উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘সবাই নেতা হতে আসেন, নিজের পরিচয় দিতে চান। যারা নিজের পরিচয় ও ছবি দিয়ে ব্যানার বানিয়ে সমাবেশে আসেন, ব্যানার নামাতে বলার সঙ্গে সঙ্গে নামাতে হবে। যারা ব্যানার ধরে রাখেন, তারা জানেনই না— কার ব্যানার ধরে রেখেছেন। তাই বারবার বলার পরও ব্যানার নামান না।’

তিনি বলেন, ‘হয়তো কিছু টাকা দিয়ে ব্যানার ধরতে বলা হয়েছে, নেতার নাম জানেন না। কামলা হিসেবে তিনি ব্যানার ধরে রাখছেন। এই ধরনের কোনও লোক সমাবেশে আনবেন না। কামলাদের মিটিং-সমাবেশে নিয়ে আসবেন না, কর্মীদের মিটিংয়ে নিয়ে আসবেন।’

সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব নেতাকর্মী মিটিংয়ে আসবেন, তাদের মিটিং শেষ না হওয়া পর্যন্ত থাকতে হবে।’ এ সময় মিটিংয়ে শৃঙ্খলা বজায় রাখায় একাধিক টিম গঠন করার কথা বলেন মির্জা আজম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর নেতারা এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর