Saturday, March 15, 2025
Homeবিনোদন‘গদর ২’, ‘কাশ্মির ফাইলস’ বলিউডের জন্য ক্ষতিকর: নাসিরুদ্দিন শাহ

‘গদর ২’, ‘কাশ্মির ফাইলস’ বলিউডের জন্য ক্ষতিকর: নাসিরুদ্দিন শাহ

সম্প্রতি সময়ের তিন ব্লকবাস্টার সিনেমা নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন বলিউদ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সিনেমা তিনটি হলো- ‘গদর ২’, ‘দ্য কাশ্মির ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাগুলো বলিউডের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই অভিনেতা। তার এমন মন্তব্যের পর হইচই পড়েছে নেট দুনিয়ায়। নানা রকম মন্তব্য করছে নেটিজেনরা।

সাক্ষাৎকারে বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বর্তমানে জনপ্রিয়তা এখন জিঙ্গোইজম দ্বারা চালিত। আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এ ভাবনাই এখন চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকে বুঝতে পারে না যে, তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, এ ধরনের ছবি এখন মানুষ দেখছে। আমি সেগুলো দেখিনি তবে আমি জানি সেগুলো কী।”

এখানেই থামেননি নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘কাশ্মির ফাইলস’র মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোক দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে যাবেন। ১০০ বছর পর লোক যখন ‘ভিড়’ দেখবে আর ‘গদর ২’ দেখবে, তখন বুঝতে পারবে কোন সিনেমাটি বর্তমান সময়ের সত্যি কথা আসলেই বলেছিল।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর