Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব

ফিলিস্তিনে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব

ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। ফিলিস্তিন সংকট সমাধান ও রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি গত শনিবার (১২ আগস্ট) জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন।

এ বিষয়ে ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক মাস ধরে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের ঘটনা অনেক বেড়েছে। এ বছর শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে। ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এই পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনে  অনাবাসিক রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি আরব।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর