ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল আল নাসর। ফাইনালের মঞ্চে আল হিলালকে ২-১ গোলে হারায় দলটি। যদিও শেষ দিকে লম্বা সময় ১০ জনের দলে পরিণত হয়েছিল আল নাসর। তবে জয় পেতে সমস্যা হয়নি।
কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় সৌদি আরবের দুই ক্লাব আল নাসর ও আল হিলাল। যেখানে এই প্রতিযোগিতা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো আল নাসর।
ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাইকেলের গোলে এগিয়ে যায় আল হিলাল। আল নাস্রের বিপদ আরও বাড়ে ৭০তম মিনিটে মালকমকে ফাউল করে আল আমরি লাল কার্ড দেখলে। ৭৮তম মিনিটে বেঞ্চে বসে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন দলটির নাওয়াফ বৌসাল।
পিছিয়ে পড়ে ও এই দুই লাল কার্ডের মাঝে ৭৪তম মিনিটে খোলস ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে আল ঘানাম বল নিয়ে বেরিয়ে গিয়ে নিচু ক্রস বাড়ান রোনালদোর উদ্দেশে। অনায়াসে বাকি কাজটুকু সারেন রেয়াল মাদ্রিদের সাবেক তারকা। এই গোলেই সমতায় ফিরে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় আল নাস্র।
এরপর অতিরিক্ত সময়ে ৯৮তম মিনিটে আবারও রোনালদো ঝলক। এবার পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন রোনালদো। এই টুর্নামেন্টে তার গোল হলো ৬টি। এগিয়ে যাওয়ার পর বাকিটা সময় এই গোল আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাস্র।
পর্তুগিজ মহাতারকা রোনালদোকে দলে টানার পর এই প্রথম শিরোপা জিতল তারা। ২০২১ সালের ডিসেম্বরের পর এই প্রথম আল হিলালকে হারাল তারা।