প্রায় এক বছর আগ থেকে পরিকল্পনা। সময়ের আলোচিত চিত্র নায়িকা পরীমণি সেই পরিকল্পনার বাস্তবায়ন করছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় তারকা দম্পতি পরীমনি ও রাজের সন্তানের জন্ম দিন। অবশ্য এই অনুষ্ঠানে দেখা যায়নি জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজকে।
মোটা অংকের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে।