Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত প্রধান কে এই আনোয়ারুল?

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত প্রধান কে এই আনোয়ারুল?

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ারুল হক কাকার। আজ শনিবার জাতীয় পরিষদের বিদায়ী বিরোধী দলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ এ তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানি পত্রিকা ডন–এর অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে।

বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এ নিয়ে সংবাদ সম্মেলনে রাজা রিয়াজ এ তথ্য জানান।

রিয়াজ বলেন, ‘আমাদের আগে নিয়ম ছিল, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন।’

তিনি বলেন, ‘আমি এই নামটি প্রস্তাব করেছিলাম এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন…আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি। কাকার আগামীকাল (রোববার) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন।’

আনোয়ারুল হক কাকার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য। তিনি বেলুচিস্তান প্রদেশের আওয়ামী পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর