Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকনৌশক্তিতে জার্মানি, পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নৌশক্তিতে জার্মানি, পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি ওয়ারশিপ (ডব্লিউডিএমএমডব্লিউ) -এর র‍্যাংকিংয়ে বিশ্বে নৌশক্তিতে ১৬তম অবস্থানে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিধর ৩৬টি নৌবাহিনীর তালিকা দিয়েছে ডব্লিউডিএমএমডব্লিউ। এতে দেখা গেছে স্পেন (১৭), জার্মানি (১৮), পাকিস্তান (২৯) এবং ইরানের (১৯) মতো দেশের উপরে অবস্থান করছে বাংলাদেশ।

বাংলাদেশ নেভি দিন দিন আধুনিক এবং শক্তিশালী হচ্ছে বলে মত ডব্লিউডিএমএমডব্লিউ’র।

র‍্যাংকিংয়ে প্রত্যাশিতভাবেই সবার উপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাদের টিভিআর ৩২৩.৯। মোট ইউনিট ২৪৩টি। ডব্লিউডিএমএমডব্লিউ’র তথ্যমতে, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ১১টি বিমানবাহী রণতরী, ৬৮ সাবমেরিন, ২২ ক্রুজার, ৭০টি ডেস্ট্রয়ার, ২১টি করভেট, ৮টি মাইন বিধ্বংসী জাহাজ এবং ৩৩টি উভচর আক্রমণ যান আছে। তবে তাদের কোন ফ্রিগেট নেই বলে উল্লেখ করা হয়েছে। ইউএস নেভির হাল এজ ২৩.৩ বছর।

র‍্যাংকিংয়ের দুই নম্বরে থাকা চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির টিভিআর ৩১৯.৮। তাদের তাদের মোট ইউনিট সবচেয়ে বেশি (৪২২টি)। এরমধ্যে রয়েছে তিনটি বিমানবাহী রণতরী, ৭২টি সাবমেরিন, ৪৮টি ডেস্ট্রয়ার, ৭১টি করভেট, ৪৪টি ফ্রিগেট, ৪৯টি মাইন অপসারণকারী জাহাজ, ১২৭টি পেট্রোল জাহাজ, ১১টি উভচর আক্রমণ যান। তাদের হাল এজ ১৩.৮ বছর।


ডব্লিউডিএমএমডব্লিউ’র র‍্যাংকিয়ে তিন নম্বরে আছে রুশ নৌবাহিনী। তাদের মোট ইউনিট ২৬৫টি। মাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকলেও রাশিয়ার নৌবাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অনেকগুলো ইউনিট রয়েছে। এর ৫৮টি সাবমেরিন, ১২টি ডেস্ট্রয়ার এবং চারটি ক্রুজারের মধ্যে অধিকাংশই তাদের অভিজ্ঞতার ছাপ রাখছে। ডব্লিউডিএমএমডব্লিউ’র তথ্যমতে, রুশ নৌবাহিনীর ৮৩টি করভেট, ২৮টি মাইন অপসারণকারী জাহাজ এবং ২১টি উভচর যান রয়েছে। তাদের কোন ফ্রিগেট নেই। এখনো সোভিয়েত আমলের বহু যুদ্ধ জাহাজ ব্যবহার করা রুশ নৌবাহিনীর হাল এজ কিছুটা বেশি, ৩০ বছর।


ডব্লিউডিএমএমডব্লিউ’র র‍্যাংকিংয়ে নৌশক্তিতে সেরা দশ দেশ:

১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. রাশিয়া, ৪. ইন্দোনেশিয়া, ৫. দক্ষিণ কোরিয়া, ৬. জাপান, ৭. ভারত, ৮. ফ্রান্স, ৯. ব্রিটেন, ১০. তুর্কিয়ে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর