Saturday, March 15, 2025
Homeঅফবিটভারতে ট্রাফিক পুলিশের জন্য ‘এসি হেলমেট’

ভারতে ট্রাফিক পুলিশের জন্য ‘এসি হেলমেট’

ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে গরমে অতিষ্ঠ হয়ে পরে ট্রাফিক পুলিশরা। ফলে কাজে জটিলতা, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যা দেখা দেয়। ভারতের আহমেদাবাদ শহরে রোদে কাজ করার সুবিধার্থে ট্রাফিক পুলিশদের শীতাতপ নিয়ন্ত্রিত ‘এসি হেলমেট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

‘এসি হেলমেট’ ট্রাফিক পুলিশদের শুধু শরীরই ঠান্ডা রাখবে না, একই সঙ্গে ধুলাবালি ও রাসায়নিক গ্যাস থেকেও রক্ষা করবে। পরীক্ষামূলকভাবে প্রথমে আহমেদাবাদের কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্যকে এই হেলমেট পরতে দেওয়া হচ্ছে।

ট্রাফিক পুলিশের জন্য এই এসি হেলমেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে গত ১০ আগস্ট থেকে। এ পরীক্ষা সফল হলে সব ট্রাফিক পুলিশকে এসি হেলমেট দেওয়া হবে।

আধুনিক প্রযুক্তিতে তৈরি ‘এসি হেলমেট’ চলে ব্যাটারিতে। সেই ব্যাটারি লাগানো থাকে ব্যবহারকারীর কোমরে। একবার চার্জ দিলে আট ঘণ্টা পর্যন্ত কাজ করে। প্লাস্টিকের তৈরি এই হেলমেটের ওজন সাধারণ পুলিশ হেলমেটের চেয়ে ৫০০ গ্রাম বেশি।

‘এসি হেলমেট’ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি আশপাশের বাতাস টেনে নিয়ে ওই বাতাস দিয়ে মুখের আশপাশের তাপমাত্রা কমায় ও ধুলাবালি দূর করে। এই হেলমেট টেনে নেওয়া বাতাস ফিল্টারও করে বলে জানিয়েছে এর প্রস্তুতকারক নয়ডাভিত্তিক কারাম সেফটি প্রাইভেট লিমিটেড।

সাধারণ হেলমেটের তুলনায় এসি হেলমেটের ডিজাইন বেশি টেকসই। এর সামনের দিকে ফ্যানের মতো কাঠামো আছে, যা বাতাস বের করতে ও গ্রহণ করতে সাহায্য করে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর