Saturday, March 15, 2025
Homeঅর্থনীতি১০ বছরে পোশাক রফতানি বাবদ আয় ৩২০ বিলিয়ন ডলার

১০ বছরে পোশাক রফতানি বাবদ আয় ৩২০ বিলিয়ন ডলার

গত ১০ বছরে পোশাক রফতানি থেকে যে আয় এসেছে তা অর্জন করা মোটেও সহজ ছিল না।  এর জন্য জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক চড়াই উৎরাই অতিক্রম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। আজ মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

কারখানাগুলোর প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। যে উত্তরগুলো তারা দিয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। 

ফারুক হাসান বলেন, যদি কেউ অভিযুক্ত হন তবে তাদের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথভাবে তদন্ত করেন, প্রমাণ করেন। তারপর তাদেরকে শাস্তির আওতায় আনেন। আপনারা এই বিষয়টি ঢালাওভাবে মিডিয়াতে দেয়ার ফলে সামগ্রিকভাবে এই শিল্পটি হেয় হয়েছে। যেখানে আমরা এত কিছু করছি আমাদের সেক্টরের ইতিবাচক বিষয়গুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য সেখানে এরকম কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ মেনে নেয়া যায় না।

এ শিল্পটিকে নিয়ে যারাই প্রতিবেদন প্রকাশ করবেন, তারাও যেন দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টিভঙ্গী থেকেই শিল্পটিকে বিচার করেন জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন,  আমাদের একান্ত প্রত্যাশা পোশাক শিল্পের বিষয়ে যে কোনো প্রতিবেদন, যেখানে কিনা অংশীজনদের মতামত নেই, কোনো ভ্যালিডেশন নেই, সেই প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকবেন। একটি শিল্পের বিরুদ্ধে ঢালাও ভাবে প্রতিবেদন প্রকাশ মোটেও যুক্তিযুক্ত নয়।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর