রাস্তায় যানজট এড়াতে কূটনৈতিক গাড়ি ধার করেছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
এক আইভরি কোস্ট কর্মকর্তার মাধ্যমে উজ্জ্বল নীল রেঞ্জ রোভারে করে লন্ডনের ট্র্যাফিক জ্যাম এড়িয়ে গেছেন অস্কার জয়ী অভিনেতা। এমনটাই গুঞ্জন এইসশোবিজ ডটকমের।
একটি সূত্র দ্য সানকে বলছে, এটা সবারই জানা যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে লিওর বেশ ভালো সম্পর্ক রয়েছে। বিশেষ নম্বর প্লেটের মাধ্যমে খুব সহজেই কূটনৈতিক গাড়িটিকে চিহ্নিত করা গেছে।
সূত্র আরও বলছে, সেই কর্মকর্তা লিওকে নামিয়ে দিয়ে চিলটার্ন ফায়ারহাউসে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি আড্ডা দিতে পছন্দ করেন।