Saturday, March 15, 2025
Homeখেলাবিপিএলের নিলামে অবিক্রিত আশরাফুল-সাব্বির-মুমিনুল

বিপিএলের নিলামে অবিক্রিত আশরাফুল-সাব্বির-মুমিনুল

এবারের আসন্ন বিপিএলে কোনো দল পাননি মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। বিপিএলের ইতিহাসে বাংলাদেশের ৫ ব্যাটার সেঞ্চুরি করেছেন। এর মধ্যে রয়েছেন এই দুই ব্যাটার।

বিপিএলের দশম আসরের নিলামে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি তারা। বয়স ও ক্যারিয়ার মিলিয়ে গোধূলি লগ্নে পৌঁছায় বাংলাদেশের প্রথম পোস্টার বয় আশরাফুলের দল পাওয়া খুব কঠিন ছিল। ড্রাফটেও তার প্রমাণ পাওয়া গেছে।

তবে সাব্বিরের দল না পাওয়ায় অনেকেই কিছুটা অবাক হয়েছেন। অবশ্য অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ছন্দে নেই। তবুও বয়স ও টি–টোয়েন্টি সংস্করণে চার–ছক্কা মারার সামর্থ্যের কারণে ৩১ বছর বয়সী ব্যাটার দল পাবেন না এমনটা হয়তো কেউ কল্পনাও করেননি। নিজে তো অবশ্যই না।

আশরাফুল–সাব্বিরের সঙ্গে দল পাননি টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া মুমিনুল হকও। বিপিএলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিসের পর ২০১৩ সালে সেঞ্চুরি করেন আশরাফুল। আর তৃতীয় ব্যাটার হিসেবে ২০১৬ সালে টুর্নামেন্টে সেঞ্চুরি করেন সাব্বির। পাঁচ ব্যাটারের বাকি দুজন হচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন তামিম।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর