Saturday, March 15, 2025
Homeখেলাসাকিবকে প্রশংসায় ভাসালেন কোহলি-পান্ডিয়া

সাকিবকে প্রশংসায় ভাসালেন কোহলি-পান্ডিয়া

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব আল হাসান গড়েছেন একের পর এক রেকর্ড। অলরাউন্ডার হিসেবে তার জুড়ি নেই।

এর পাশাপাশি দলকে দিয়ে যাচ্ছেন নেতৃত্ব।

যদিও তার অধিনায়কত্বে এবারের এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই ছিটকে যেতে হয়েছে শিরোপা লড়াই থেকে। সেই নিয়মরক্ষার ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা।

এর আগে সাকিবের প্রশংসায় মেতে উঠেছেন ভারতের বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সাকিব বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। বছরের পর বছর ধরে আমি তার সঙ্গে অনেক খেলেছি। বলের ওপর তার নিয়ন্ত্রণ বেশ অসাধারণ। তিনি যেভাবে গতির পরিবর্তন করেন কখনো সাইড আর্ম অ্যাকশন, আবার কখনো হাই আর্ম অ্যাকশন বল করা এবং নতুন বলে অসাধারণ বোলিং করেন। ব্যাটারকে বোকা বানাতে পারেন তিনি এবং খুবই ইকোনমিক্যাল বোলিং করেন। তাই তিনি খুব অভিজ্ঞ বোলার এবং এমন বোলারদের বিপক্ষে নিজের সেরাটা দিতে হয়। সেটা না করলে, তিনি চাপ বাড়াতে থাকবেন এবং তাতে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ‘

পান্ডিয়ার মতে, সাকিব নিজের খেলা সম্পর্কে ভালো বোঝেন। তিনি বলেন, ‘সাকিব খুবই স্ট্রিট স্মার্ট বোলার ও ক্রিকেটার। বেশ লম্বা সময় ধরে বাংলাদেশকে নিজের কাঁধে নিয়ে চলছেন। একইসঙ্গে নিজের খেলা সম্পর্কে ভালো জানেন। আমি মনে করি এটাই তাকে সফল হতে সাহায্য করেছে।’

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর