আসুস নিয়ে এলো বাজারে বিশ্বের সবচেয়ে স্লিম ১৩.৩ ইঞ্চির নতুন জেনবুক এস১৩ ওএলইডি (ইউএক্স৫৩০৪) ল্যাপটপ। এস১৩ ওএলইডি জেনবুকটি পরিবেশবান্ধব। এতে রয়েছে ব্র্যান্ডের আল্ট্রাপোর্টেবল ডিজাইন, ডিউরেবিলিটি যা অন-দ্য-গো পারফরম্যান্সকে দেবে নতুন মাত্রা।
আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আল ফুয়াদ বলেন, ‘আসুস সবসময় উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে ল্যাপটপ ব্যবহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করে। জেনবুক এস১৩ ওএলইডি তারই সর্বশেষ উদাহরণ। এটি বিশ্বের সবচেয়ে হালকা ১৩.৩ ইঞ্চির ওএলইডি আল্ট্রাপোর্টেবল ল্যাপটপ।’
তিনি বলেন, ‘এতে রয়েছে থার্টিন জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। এটি সাপোর্ট করে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম। আল্ট্রা ফাস্ট ফিচারের সঙ্গে রয়েছে ১ টেরাবাইট পাই ৪.০x৪ এসএসডি। ৬৩ ওয়াটের ব্যাটারি নিশ্চিত করবে ব্যাটারি ব্যাকআপ। এক কেজি ওজনের ল্যাপটপটির কি-বোর্ড ডেকটিও পাতলা। ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়।’
ল্যাপটপটি পাওয়া যাচ্ছে বাসল্ট গ্রে কালারে। এটি কিনতে গুনতে হবে ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।