রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে গোষ্ঠীটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। ভাগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর কয়েক সপ্তাহের মাথায় এ ঘোষণা দিল ব্রিটিশ সরকার। ফলে দেশটিতে হামাস, বোকো হারামসহ আরো ৭৮টি নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হলো ভাগনার বাহিনীর নাম।
ব্রিটিশ সরকারের নতুন এ সিদ্ধান্তের আলোকে ভাগনারের সদস্য হওয়া বা তাদের সহায়তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে কোনো ব্রিটিশ নাগরিক এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
ভাগনারকে নিষিদ্ধ করার জন্য কয়েক মাস ধরেই সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। অবশেষে দলটিকে নিষিদ্ধ করা হলো।
২০১৪ সালে আধা সামরিক গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন ইয়েভগেনি প্রিগোজিন। এরপর পুতিনের নেতৃত্বাধীন রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম হাতিয়ার হয়ে ওঠে ভাগনার যোদ্ধারা। ইউক্রেনে আক্রমণের পর থেকে দেশটির পূর্বাঞ্চলে সংঘাতের নেতৃত্বে রয়েছে ভাগনার যোদ্ধারা। তবে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যর্থ হন প্রিগোজিন। গত ২৩ আগস্ট সন্দেহজনক এক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি।