Saturday, March 15, 2025
Homeখেলামাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার অজি ক্রিকেটার ম্যাকগিল

মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার অজি ক্রিকেটার ম্যাকগিল

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অস্ট্রেলিয়ার পুলিশ বিয়ষটি নিশ্চিত করেছে।

পুলিশের দাবি, তিন লাখ ৩০ হাজার ডলার মূল্যের এক কেজি কোকেন কেনা-বেচার সঙ্গে জড়িত ছিলেন ৫২ বর্ষী সাবেক লেগ স্পিনার। এমনকি কোকেন বিক্রির জন্য দুজন ব্যক্তির সঙ্গে তার চুক্তিও হয়। জেনে বুঝে তিনি এই কাজ করেছেন বলেও জানায় পুলিশ।

অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ম্যাকগিল অবশ্য নিজের অভিযোগের প্রেক্ষিতেই ফাঁদে পড়েন। ২০২১ সালে তিনি অপহৃত হয়েছিলেন জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, একটি চক্র তাকে অপহরণ করে এবং জামা-কাপড় খুলে মারধর করে। তাকে মেরে ফেলতে পারে বলেও, তিনি অভিযোগ করেছিলেন।

সেই ঘটনার তদন্ত করতে গিয়েই মূলত পুলিশ এসব তথ্য বের করে। ম্যাকগিলের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কারণ অস্ট্রেলিয়ায় মাদক ব্যবসার শাস্তি গুরুতর।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর