Saturday, March 15, 2025
Homeবিনোদনমন্দিরে ছবি তুলে তোপের মুখে নায়ক দেব

মন্দিরে ছবি তুলে তোপের মুখে নায়ক দেব

শুক্রবার ১১ আগস্ট মুক্তি পেল কলকাতার নায়ক দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ব্যোমকেশ চরিত্রে দেবকে মানাবে না, এ নিয়ে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ছবি। তাই বাঙালির আইকনিক চরিত্রে দেবকে দেখার প্রতীক্ষায় বহুদিন ধরে ভক্তরা। 

চলতি বছরের পহেলা বৈশাখের দিন প্রথম ব্যোমকেশ হওয়ার ঘোষণা করেন দেব, তখন থেকেই তাকে কটাক্ষ শুরু।

এরপর সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র ও অজিত হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই বিতর্ক একেবারে তুঙ্গে ওঠে। তবে নিন্দুকদের মুখে ছাই ঘষে দিয়েছিল ছবির ট্রেলার। 

যা হোক, শুক্রবার সকাল সকাল ছবির সাফল্যের জন্য দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিয়ে এলেন অভিনেতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পড়লেন তোপের মুখে।

এদিন পরনে নীল রঙের পাঞ্জাবি, হাতে পূজার ডালা নিয়ে মন্দিরে পূজা দিতে গেলেন অভিনেতা। কপালে সিঁদুরের টিপ। হাজার নিরাপত্তা ঘিরে ছিল অভিনেতাকে। ভক্তরাও তাকে দেখার জন্য ভিড় জমিয়েছিল।

তারকাও হাত দেখিয়ে সৌজন্য বিনিময় করেছেন। তবে দক্ষিণেশ্বর গর্ভগৃহে সাধারণ মানুষের ফটো তোলা একেবারেই নিষেধ। 
সে ক্ষেত্রে তারকাদের ফটো তোলা নিষেধ না-ই থাকতে পারে। এর আগে ‘গুন্ডে’ ছবির একটি গানের শুটিং হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে, তা নিয়েও বিতর্ক একেবারে চরমে উঠেছিল। এবার মন্দিরের গর্ভগৃহে, ঠাকুরের সিংহাসনের পাশে দাঁড়িয়েই ছবি তুলতেই তোপের মুখে পড়লেন দেব।

আরো একটি ছবিতে তাকে দেখা গেল শিবলিঙ্গে পানি ঢালতে। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘সবার ভালো হোক #harharbyomkesh।’

এই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নতুন বিতর্কের সূত্রপাত। কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘তারকা বলেই ভিতরে ঢুকে ঠাকুরের সঙ্গে ফটো তুলেছে। আর সাধারণ মানুষকে একটু ভালো করে ঠাকুর দর্শনেরও সুযোগ দেয় না কর্তৃপক্ষরা।’ 

অপরজন লিখলেন, ‘তারকাদের জন্য সব ছাড়। এদিকে সাধারণ মানুষরা মোবাইলই ভিতরে নিয়ে যেতে পারে না। ফটো তোলা তো ছাড়।’

যা হোক, বক্স অফিসে দেবের নতুন ছবি কতটা সাফল্য পাবে, তা এক্ষুনি বলা যাচ্ছে না। কারণ টলিউডে সদ্য মুক্তি পেয়েছে ‘চিনি ২’।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর