Friday, March 14, 2025
Homeআন্তর্জাতিকফিলিস্তিনের সমর্থনে লন্ডনে মহাসমাবেশ

ফিলিস্তিনের সমর্থনে লন্ডনে মহাসমাবেশ

ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরাইলের নির্বিচার বোমা হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। 

রয়টার্স জানিয়েছে, শনিবার সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিট ব্রিটিশ ব্রডকাস্টি করপোরেশন (বিবিসি) অফিসের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার, হোয়াইটহল ও পার্লামেন্ট স্ট্রিট, প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে কমপক্ষে ১ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।

এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। লন্ডন শহরের বাসিন্দা ছাড়াও সারা যুক্তরাজ্য থেকে কয়েকশ বাস ভর্তি হয়ে অনেকে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ই অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে নজিরবিহীন হামলা চালায়। এর পর থেকে গাজায় ইসরাইলের বিমানবাহিনীর নির্বিচার বোমা হামলায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন। 

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর