পার্বত্য মন্ত্রী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন দেশের উন্নয়নে সমানভাবে ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চল এখন দেশের সম্পদ। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবানে সাড়ে ৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প কাজের ভিত্তি প্রস্তর স্থপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে, কোন সরকারের আমলে তা করতে পারেনি।
এদিকে, প্রকল্পের মধ্যে রয়েছে, আরসিসি ড্রেইন, সিঁড়ি, ছাত্রাবাস, বৌদ্ধ বিহারের চেরাংঘর ও কার্পেটিং সড়ক নির্মাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, পৌর মেয়র শামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, তিংতিংম্যাসহ আরো অনেকে।