প্রকাশ্যে এসেছে ‘ডন ৩’র টিজার। আর প্রথম ঝলকেই ‘ডন’ হিসেবে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং! ধেয়ে আসছে একের পর এক কটাক্ষবাণ! কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো মহাতারকাদের দেখে অভ্যস্থ তারা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ, ‘ডনের চরিত্রে মোটেই মানায়নি রণবীর সিংকে।’
‘ডন ৩’র টিজার নিয়ে যখন নেটদুনিয়ায় তুমুল ট্রোলড হতে হচ্ছে রণবীর সিংকে, তখন স্ত্রী বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কী বলছেন? মাসখানেক ধরেই বলিউডের এই তারকাদম্পতির বিচ্ছেদের গুঞ্জন রটেছে, নিন্দুকদের ভুল ভাঙতে এখন মাঝে মধ্যেই একসঙ্গে আদুরে ছবি-ভিডিও পোস্ট করছেন রণবীর-দীপিকা। অতপর ‘ডন ৩’র টিজার নিয়ে যখন নেটপাড়ায় সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে রণবীর সিংকে, তখন এ প্রসঙ্গে দীপিকার কী প্রতিক্রিয়া? তা জানতে যে কৌতূহল তুঙ্গে থাকবেÑ এটা আগেই অনুমান করেছিলেন অনেকে। দিন কয়েক আগেই ‘রকি অউর রানি প্রেম কাহানি’ সিনেমায় স্বামীর পারফরম্যান্স দেখে মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন দীপিকা পাড়ুকোন। এবার ‘ডন ৩’র টিজার দেখেও তার অন্যথা হয়নি। ইনস্টা স্টোরিতে ডন-এর ঝলক শেয়ার করে অভিনেত্রী বুম স্টিকার পোস্ট করেছেন। ট্যাগে দেখা গেল পরিচালক ফারহান আখতার, রণবীর সিংয়ের নাম। তার সঙ্গে স্বামীর পোস্টেও লাইক করে ভালোবাসা জানিয়েছেন দীপিকা।
প্রসঙ্গত, মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান আখতার জানিয়ে দেন, শাহরুখ খানকে আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নয়া যুগের সূচনা ঘটতে চলেছে। ফারহানের এহেন ঘোষণায় খুব একটা খুশি হননি কিং খানের ভক্তরা। নেটপাড়ায় সমালোচনার অন্ত নেই। জানা গেছে ২০২৫ সালে মুক্তি পাচ্ছে ‘ডন ৩’।