Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকজো বাইডেনকে 'পাগল' বললেন ডোনাল্ড ট্রাম্প

জো বাইডেনকে ‘পাগল’ বললেন ডোনাল্ড ট্রাম্প

আবারও তীব্র ভাষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছর ধরে ট্রাম্প একটানা বাইডেনকে টার্গেট করে আক্রমণ শানিয়ে যাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে তার সমালোচনা ও আক্রমণের ভাষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথে বাইডেনকে পাগল বলে আখ্যায়িত করলেন। 

ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য। তার নীতির কারণে যুক্তরাষ্ট্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ট্রাম্প বলেন, বাইডেন এতটাই অযোগ্য যে তিনি দুইটি বাক্যও একসঙ্গে বলতে পারেন না। সীমান্ত খুলে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের এত বড় ক্ষতি করেছেন যে, মার্কিন ইতিহাসে এর সমকক্ষ কোনো ভুল আর নেই। আমাদের দেশ এমন একজন মানুষের হাতে ধ্বংস হয়ে যাচ্ছে যার চিন্তা ও আইকিউ ক্লাস ওয়ানের শিশুর মতো। 

এখানেই থামেননি ট্রাম্প। তিনি আরেক বার্তায় লিখেন, বাইডেন শুধু নির্বোধ ও অযোগ্যই নয়, তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। এ সপ্তাহের প্রথমে আলাবামায় এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই বাইডেনের ‘ক্রাইম ফ্যামিলি’র বিরুদ্ধে তদন্ত করতে একজন বিশেষ প্রসিকিউটরকে নিয়োগ দেবেন।

যুক্তরাষ্ট্রে বাইডেনের এপ্রুভাল রেটিংও দিন দিন কমছে। এ সপ্তাহে আইবিডি/টিআইপিপি জরিপ অনুযায়ী, মাত্র ৩৮ শতাংশ আমেরিকান বাইডেনকে এপ্রুভ বা সমর্থন করেছেন। এমনকি তার নিজ দলের সমর্থকদের মধ্যেও তার জনপ্রিয়তা ৬৫ শতাংশে নেমে এসেছে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর