ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে এক নারী আটক হয়েছেন। সোমবার (৭ আগস্ট) এমন দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন ও দ্য গার্ডিয়ান।
বিবৃতিতে আটক হওয়া নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ। তবে সে ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দা।
গত মাসের জুলাইয়ের শেষে মাইকোলাইভে জেলেনস্কির পরিকল্পিত সফর সম্পর্কে ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ’ করেছিলেন ওই নারী। বিমান হামলায় হত্যাচেষ্টায় রাশিয়াকে তথ্য সরবরাহ করেছিলেন তিনি।
এসবিইউ’র এজেন্টরা নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানতে পারে। হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় জেলেস্কির সফরে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে হাতে নাতে ধরা হয়েছিল। সে শত্রুদেরকে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করছিল।
যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তে দেখা গেছে, মাইকোলাইভের একটি সামরিক দোকানে একসময় বিক্রিয় কর্মী ছিলেন তিনি।

এ ঘটনায় জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই করছে এসবিইউ ।
ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কয়েকবার জেলেনস্কিকে হত্যার চেষ্টা হয়েছিল বিভিন্নভাবে। কিন্তু সবগুলোই ব্যর্থ করে দেওয়ার দাবি করে দেশটির সামরিক বাহিনী।
সূত্র: সিএনএন