Saturday, March 15, 2025
Homeলাইফস্টাইলজিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের ‘কাঁচাগোল্লা’

জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের ‘কাঁচাগোল্লা’

দেশের ১৭ তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল নাটোরের ঐতিহ্যবাহী মিষ্টি ‘কাঁচাগোল্লা’।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ জানান, শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেড মার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার বিকৃতি ঠেকাতে এবং এর ভৌগলিক উদ্ভাবন স্থানের স্বীকৃতি চেয়ে চলতি বছরের ৩০ মার্চ মাসে আবেদন করেছিলো নাটোরের জেলা প্রশাসন।

বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৭তম ভৌগলিক নির্দেশক পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ছানার তৈরি নাটোরের কাঁচাগোল্লাকে।

সুত্র: এউএনবি

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর