Friday, March 14, 2025
Homeঅফবিটজাওয়ান বনাম সুজন মাঝি; কোনটি দর্শকের নজর কাড়ছে?

জাওয়ান বনাম সুজন মাঝি; কোনটি দর্শকের নজর কাড়ছে?

‘জওয়ান’ শাহরুখ খান করে চলেছেন বক্স অফিস তছনছ। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ৭০০ কোটি রুপির বেশি। শুধু ভারতেই ছবিটির আয় ৩৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি। ৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’। এর একদিন পরেই এসেছে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’। যেখানে অভিনয় করেছেন নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ। ছবিটিও নিয়েও চলছে তুমুল আলোচনা। আলোচিত এ দুটি ছবি কেমন করছে—তার খোঁজ নেওয়া হয়েছিল।

জানা যায়, সিঙ্গেল স্ক্রিনগুলোতে খুব একটা সুবিধা করতে পারছে না ‌‘জওয়ান’। তবে মাল্টিপ্লেক্সে রেকর্ড করেছে। সামনের সপ্তাহে আরো অনেক সমৃদ্ধির পালক ছবিটির সঙ্গে যুক্ত হবে। 

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চলছে ৫৫টি স্ক্রিনে।

প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘‘ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একধরনের উন্মাদনা আছে। এ সপ্তাহে এটি বেড়েছে। প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রতিদিন শো ছিল ৪০টি। এই সপ্তাহে বেড়ে ৫৪টি হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে এটা দাঁড়াবে ৬০-৬২টি। এত পর্দায় এর আগে কোনো ছবি চলেনি।’

তার তথ্য মতে, এর আগে ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম ৫৪টি পর্দায় চলেছিল।

৭ সেপ্টেম্বর বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’। প্রথম দিন থেকে ২৫৩টি করে শো চলছে। দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে ২৭৩টি করে শো হচ্ছে।

এদিকে ‘সুজন মাঝি’ মুক্তির আগেই ‘জওয়ান’র বিপক্ষে সরব ছিলেন দেলওয়ার জাহান ঝন্টু। এমনও বলা হয়েছে, দেশি ছবির কাছে পাত্তা পাবে না ভিন্নদেশি চলচ্চিত্র।

নিজের ছবি নিয়ে এই নির্মাতা বলেন, ‘মুক্তির দিন ১৯ হলে আসে ছবিটি। দ্বিতীয় সপ্তাহেও তাই, ১৯টি হল। আমার ছবির পয়সা উঠে আসবে—এ বিষয়ে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি।’

আসলেই কি ‘জওয়ান’র সঙ্গে টক্কর দিতে পারছে দেশি চলচ্চিত্রটি। কেমনই বা হচ্ছে এর আয়—তা নিয়ে দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ‘ইনকামের বিষয়ে প্রযোজক ভালো বলতে পারবেন। আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে গেছে। তাই প্রযোজকের নম্বরটা নেই। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তবে এটা ঠিক, আমি যে বাজেটে (২০-২৫ লাখ টাকা) ছবি বানাতে পারি তা অন্য পরিচালক পারবেন না। মুক্তির পর থেকে এ ছবিটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি।’

জানা যায়, সিঙ্গেল স্ক্রিনে ছবিটি চলছে। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও বেশ সাড়া মিলছে বলে এই নির্মাতার দাবি।

এদিকে, প্রথম থেকেই হিন্দি ছবির বিরোধিতা করে আসছিলেন এই কিংবদন্তি নির্মাতা। তিনি জানিয়েছিলেন, ‘জওয়ান’ মুক্তি পেলে সিনেমাহলের সামনে দাঁড়িয়ে যাবেন মশাল নিয়ে। তবে সেটা না করলেও, হলের সামনে যাচ্ছেন,  নিজের ছবির অবস্থা চাক্ষুস করছেন। 

দেলওয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি শুক্রবারে সৈনিক ক্লাবে গিয়েছিলাম। খুবই ভালো অবস্থা দেখলাম। প্রচুর মানুষ ছবিটি দেখেছেন।’

অন্যদিকে ‘জওয়ান’ ছবির আয় প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কাছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নির্মাতা অনন্য মামুন বলেন, ‌‘‘এর আগে আমদানি করা ‘পাঠান’ ছবির এক সপ্তাহের আয় ছিল (গ্রস সেল) প্রায় ২৫ লাখ টাকা। ‘জওয়ান’ তা ছাড়িয়ে গেছে। ৬০-৬২ লাখ টাকা গ্রস সেল হয়েছে। এরমধ্যে প্রযোজক শেয়ার বলা যায় ২৫-২৭ লাখ টাকার মতো হবে।’’

তিনি দাবি করেন, মাল্টিপ্লেক্সের বাইরে যেসব সিঙ্গেল হলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সাউন্ড সিস্টেম, পর্দা ও সিট ভালো—সেখানে ছবিটি বেশ ভালো যাচ্ছে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর