Saturday, March 15, 2025
Homeরাজনীতিকক্সবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে এসে নৌকার ভোট চাইলেন প্রতিমন্ত্রী

কক্সবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে এসে নৌকার ভোট চাইলেন প্রতিমন্ত্রী

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে বন্যাদুর্গত মানুষদের কাছে নৌকার ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে ত্রাণ নিতে আসা মানুষদের কাছে নৌকার ভোট প্রার্থনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার পর এখন আর ডায়রিয়ায় মানুষ মারা যায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন মিনারেল ওয়াটার দিয়ে থাকি বন্যার পর। ফলে মানুষের আর ডায়রিয়া হচ্ছে না। কক্সবাজারের চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয়, সে জন্য মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার ১১ আগস্ট বেলা ১২ টার দিকে কক্সবাজারের বন্যা কবলিত চকরিয়ার কাকারা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

কক্সবাজারের বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখতে পেয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’

এর আগে চকরিয়ার কাকারায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ক্যাপ্টেন তাজুল ইসলাম, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য  জাফর আলম, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান তার সাথে ছিলেন।

প্রতিমন্ত্রী পরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগাড়া হয়ে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন বলে কর্মসূচিতে রয়েছে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর