Saturday, March 15, 2025
Homeখেলাইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন রোনালদো

ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন ফলোয়ারের রেকর্ড গড়লেন রোনালদো

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ফলোয়ারের ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০০ মিলিয়নে।

আধুনিক ফুটবলের অন্যতম বড় তারকা রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগ করে নেন। রেকর্ড ভাঙা-গড়াকে যেন সাধারণ ব্যাপারে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।এর আগে ২০২২ সালের নভেম্বরে তার ফলোয়ার সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছিল।

সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’ জানিয়েছে, গত মে থেকে ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার বেড়েছে ১৫০ মিলিয়নের বেশি; বৃদ্ধির হার প্রায় ৩৪ শতাংশ।ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে রোনালদোর পরেই আছেন পিছিয়েই আছে লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে জেতার পর তার ফলোয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু তাতেও ব্যবধানটা অনেক।

ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে রোনালদোর অবস্থান তিনে। ‘হপার এইচকিউ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয়ের পরিমাণ প্রায় ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বস’-এর তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী উইঙ্গার বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ। তার সর্বমোট আয় প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।

শুধু মাঠের খেলা থেকেই নয়, মাঠের বাইরে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে। আয়ের দিক থেকে ২০২৩ সালেও তিনি বাকি সব অ্যাথলেটদের চেয়ে এগিয়ে। সারা বিশ্বের তারকাদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো ও মেসি। তারা গায়িকা সেলেনা গোমেজ, টেলিভিশনের তারকা কাইলি জেনার, অভিনেতা ডোয়েন ‘দ্য রক’ জনসনকে পিছনে ফেলেছেন।

সিআরসেভেনের গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের দ্বার উন্মোচন হয়েছে আল নাসেরের। ১৯৮১ সাল থেকে হয়ে আসা আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসের।আল নাসেরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ এখন রোনালদোর সামনে।

আরও পড়ুন
- বিজ্ঞাপন -
Google search engine

জনপ্রিয় খবর